ওমর ফারুক খান নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে ২০২৩ -২০২৪ অর্থ বছরে বোরো মৌসুমে উন্নয়ন সহায়তায় (ভর্তুকি) ভুট্টা মাড়াই যন্ত্র ও দুটি কম্বাইন হারভেষ্টার কৃষকদের মাঝে উন্নত কৃষি যন্ত্রাংশসহ বিভিন্ন ধরণের কৃষি প্রনোদনা বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী ।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেস ক্লাবের সাহাবুদ্দিন সিহাব সাংবাদিক ওমর ফারুক খান সাংবাদিক রতন আলী সহ কৃষক ও সুধীজন উপস্থিত ছিলেন।

আধুনিক কৃষি যন্ত্রাংশের মধ্যে ভুট্টা মাড়াই করার ৫ টি যন্ত্র ও দুটি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয় এবং সম্প্রতি বড়াইগ্রাম উপজেলায় আদ গ্রামে ৫০ বিঘা পানের বরজ পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল,ও কৃষি পন্য প্রনোদনা বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুনঃ