ওমর ফারুক খান (নাটোর) নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন কলস প্রতীকের প্রার্থী মোছাঃ চামেলি বেগম। বুধবার (২৯ মে) রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।  মোছাঃ চামেলি বেগম কলস প্রতীক নিয়ে ৩১ হাজার ২৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছাঃ আনজুয়ারা ( হাঁস) প্রতীক নিয়ে ২৫ হাজার ১২ টি ভোট পেয়েছেন। এর আগে, উপজেলার ১০০টি ভোটকেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গণনা শেষে একে একে কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।  বড়াইগ্রাম উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ১০০টি ভোটকেন্দ্রে ৬৬২ ভোটকক্ষ রয়েছে। মোট ভোটার ২ লাখ ৪৪ হাজার ৬৩৮ জন ভোটার রয়েছে। যার মধ্য পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ২২ হাজার ৯০ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৫৪৮ জন। এ উপজেলায় তিন পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

পোস্টটি শেয়ার করুনঃ