মোঃ ইকরামুল হক রাজিব

দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয় বাগেরহাট এর আয়োজনে আগামী ২০ সেপ্টেম্বর বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে গণশুনানি অনুষ্ঠিত হবে।

বাগেরহাট জেলায় অবস্থিত বিভিন্ন সরকারি দপ্তরে জনগণের জন্য প্রদত্ত সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা ও মূল্যবোধ বজায় রাখার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, বাগেরহাট জেলা প্রশাসন ও বাগেরহাট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে আগামী ২০/০৯/২৩ খ্রি. তারিখ রোজ বুধবার সকাল ০৯.০০ ঘটিকায় জেলা প্রশাসক, বাগেরহাট এর সঞ্চালনা ও জেলা পরিষদ এর সভাপতিত্বে অডিটোরিয়াম, বাগেরহাটে গণশুনানি অনুষ্ঠিত হবে। উক্ত গণশুনানিতে দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার (তদন্ত) জনাব মোঃ জহুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
দুর্নীতির ধরণ-ঘুষ, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার ।বাগেরহাট জেলা সদরে অবস্থিত যে কোন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাষিত দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা পেতে ঘুষ, দুর্নীতি ও হয়রানির শিকার হলে গণশুনানিতে আপনার অফিযোগ তুলে ধরুন।

পোস্টটি শেয়ার করুনঃ