এম এইচ শান্ত স্টাফ রিপোর্টার

সক্রিয় মৌসমুী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে গত তিনদিন ধরে বরিশাল,ঝালকাঠি,পিরোজপুর,ভোলা,বরগুনা, পটুয়াখালীতে ঝড়ো বতাস ও মাঝারি থেকে ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। প্লাবিত হয়েছে নিন্মাঞ্চল।তলিয়ে যাচ্ছে মাছের,ঘের,রাস্তা ও আমনের খেত। উত্তাল সাগর থেকে ফিরছে কয়েক হাজার মাছধরা ট্রলার নিরাপদ আশ্রয় নিয়েছে উপকূলে।১২/১০/২৩ইং থেকে ০২-১১-২৩ইং ইলিশ ধরা নিষেধাজ্ঞ থাকলেও তার আগেই বৈরী আবহাওয়া কারণে ফিরে আসতে হচ্ছে জেলেদের। পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ