ভয়াবহ লঞ্চ দুর্ঘটনা
আপডেটঃ মার্চ ২০, ২০২২ | ৪:০৮
420 ভিউ
ভয়াবহ লঞ্চ দুর্ঘটনা
আজ ২০ মার্চ ২০২২ রবিবার দুপুরে, ঢাকা নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে সিটি গ্রুপের বাল্ক ক্যারিয়ার জাহাজ এম ভি রুপসির ধাক্কায় নারায়ণগঞ্জ – মুন্সিগঞ্জ নৌ রুটের একটি যাত্রিবাহী সানকেন ডেক টাইপ লঞ্চ ডুবে গিয়েছে।এই লঞ্চটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল বলে জানা যাচ্ছে।অযোগ্য চালক আর মেয়াদোত্তীর্ণ যানবাহনকে এসব দুর্ঘটনার মূল কারণ বলে মনে করছেন বিজ্ঞজনরা । বাংলাদেশের সড়ক ও নৌপথে সবার চোখের সামনে গায়েবি অনুমতিতে হরহামেশা চলতে থাকে এসব ঝুঁকিপূর্ণ বাহন। আর কতটা সস্তা হতে পারে মানুষের জীবন।