ভাইস চেয়ারম্যান কাপের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত
জ্যেষ্ঠ প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় ভাইস চেয়ারম্যান কাপের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮সেপ্টেম্বর) মাগুরা ইউনিয়নের বালিয়াদহ কে এম এস সি কলেজিয়েট ইনস্টিটিউট প্রতিষ্ঠানের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
১৬দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে খেলায় একদিকে অংশগ্রহণ করে তালা সৈকত ফুটবল একাদশ অপরদিকে ডুমুরিয়া হাসানপুর ফুটবল একাদশ। ৪-০গোলে তালা সৈকত ফুটবল একাদশ খেলায় ডুমুরিয়া হাসানপুর ফুটবল একাদশকে পরাজিত করে।
ইউপি সদস্য ফারুক হোসেনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন,তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পপুলার ক্লিনিকের ম্যানেজার মো:অলিয়ার রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন রেজওয়ান মোল্লা,ইকবাল হোসেন,সেলিম হায়দার প্রমুখ।
খেলায় রেফারির দ্বায়িত পালন করেন বরুণ সানা। সহকারী রেফারি ছিলেন,উত্তম বাচাড় ও কালাম হোসেন। সার্বিকভাবে বালিয়াদহ একদা সংঘ ১৬দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে।