ভোমরায় চোরাচালান ও নারী শিশু পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনে ভোমরা বিজিবি কোম্পানী সদরের উদ্যোগে চোরাচালান ও নারী শিশু পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ভোমরা বন্দর এলাকার সাধারণ জনগণ, শ্রমিক ও বিভিন্ন পেশজীবী মানুষের নিয়ে ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভোমরা বিজিরি কোম্পানী সদরের কোম্পানী কমান্ডার আফজাল হোসেন। এসময় সুবেদার বন্দর সংশ্লিষ্ট সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, মাদক, গরু ও নারী শিশু পাচার প্রতিরোধে সকলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। মাদকের সাথে আমাদের কোন আপোষ নেই। সীমান্ত বন্দর এলাকায় সকলের সঙ্গে সুন্দর ব্যবহার ও আচরণ করতে হবে। কেউ বিশৃঙ্খলা করবেন না। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন। যদি কেউ বিশৃঙ্খলা করে বন্দর এলাকার শান্তি নষ্ট করার চেষ্টা করেন তাহলে সীমান্তরক্ষী বাহানী (বিজিবি) আইনানুপ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। বন্দর সীমান্ত এলাকায় যদি কেউ মাদক, চোরাচালান ও নারী শিশু পাচারের সঙ্গে সম্পৃক্ত থাকেন তা হলে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য আহবান জানান।