যশোরে উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত
প্রিয়ব্রত ধর, যশোরঃ
যে জাতির দল নাই,সে জাতির বল নাই”- এই স্লোগানকে সামনে রেখে শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন যশোর জেলার মনিরামপুর উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা ও সম্মেলন অনুষ্ঠিত হয় । আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন উপজেলা কমিটি যশোর জেলার মনিরামপুর উপজেলার কেন্দ্রীয় দোলখোলা মন্দির প্রাঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রবল বৃষ্টি উপেক্ষা করে মনিরামপুর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে কয়েক হাজার মতুয়া ভক্ত সম্মেলন সফল করার জন্য দলে দলে সম্মেলন স্থলে উপস্থিত হন। উপজেলা মতুয়া মিশনের আহ্বায়ক নিমাই চন্দ্র মন্ডলের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় নির্বাহী সভাপতি সুবর্ণা ঠাকুর। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদ্মনাভ ঠাকুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৯ যশোর -৫ মনিরামপুর সংসদীয় আসনে আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় হরি-গুরুচাদ মতুয়া মিশনের উপদেষ্টা এস এম ইয়াকুব আলী। উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাগেরহাটের অশ্বিনী গোসাই সেবাশ্রমের সভাপতি কপিল কৃষ্ণ মন্ডল, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দশরথ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, প্রচার সম্পাদক হরিপদ ধর, সাংগঠনিক সম্পাদক মিন্টু বিশ্বাস, আর্ন্তজাতিক প্রচার সম্পাদক বিদুর কান্তি বিশ্বাস, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, জেলা কমিটির সভাপতি প্রফেসর ডা: নিকুঞ্জ বিহারী গোলদার, নির্বাহী সভাপতি স্বপন কুমার দাস, সাধারণ সম্পাদক সাধন মল্লিক রনি, উপজেলা কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় দোলখোলা মন্দির কমিটির সভাপতি গৌর কুমার ঘোষ, মিলন ঘোষাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্দ্বীপ ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক জামাল হোসেন প্রমুখ। সভায় বক্তরা বলেন,বিভেদ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণই মানবতাবাদী মতুয়া দর্শনের মূল তত্ত্ব। আর এটিই সব ধর্মের মূল সুর ও বাণী। মানুষ সৃষ্টির সেরা জীব। তাই মানুষে মানুষে ভেদাভেদ থাকতে পারে না। ধর্মের নামে ও স্বার্থ সিদ্ধির জন্য মানুষ কর্তৃক বিভিন্ন সময়ে সৃষ্ট শ্রেণি ও বর্ণ প্রথা তথা ভেদাভেদ বন্ধ করতে হবে। উল্লেখ্য, সম্প্রতি সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ সংগঠন মতুয়াদের গোপালগঞ্জস্থ ওড়াকান্দি মহাতীর্থ স্থান পরিদর্শন করে এস এম ইয়াকুব আলী মণিরামপুর বাসীর পক্ষ থেকে মিউজিয়াম নির্মানের জন্য ৩ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান কমিটির নিকট প্রদান করেন।