রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর কিনারা থেকে কিশোরের লাশ উদ্ধার।
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর ধারে সুলতান (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (০৩ জুলাই) সকালে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চর মটুক পুর গ্রামে তিস্তার কিনারা থেকে মরদেহ উদ্ধার করা হয়। সুলতান চর মটুকপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল বাতেন জানান, শনিবার (০২ জুলাই) সকালে সুলতান তার ৪ টি গরুকে ঘাস খাওয়ার জন্য পাশ্ববর্তী তিস্তার চরে যান। সন্ধ্যায় গরু গুলো বাড়িতে ফিরে আসলেও সুলতান ফিরে আসেনি। শনিবার রাত থেকে খোঁজা খুঁজির এক পর্যায়ে স্থানীয়রা রোববার সকালে চর মটুক পুর গ্রামে তিস্তার কিনারে সুলতানের মরদেহ দেখতে পান।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, অভিযোগ না থাকায় লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে