রামপালের ফয়লা বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ গোলাম ইয়াছিন রাজু,
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের ফয়লা বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৫ সেপ্টেম্বর) বিকাল ৫.০০ টায় ফয়লা বাজারে এ আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মুশফিকুর রহমান তুষার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফয়লা বাজার চিংড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি গাজী রাশেদুল ইসলাম ডালিম, উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আক্তারুজ্জামান, ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, ফয়লা বাজার বণিক সমিতির সভাপতি আঃ সালাম হাওলাদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাওলাদার জুলফিকার আলি ভুট্টো, যুবলীগ নেতা মোঃ মাহফুজুর রহমান বাবু, ছাত্রলীগ নেতা আল আমিনসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি নৈশ পাহারা জোরদার, সিসি ক্যামেরা স্থাপন, মাদক নির্মুল, জুয়া খেলা বন্ধ, বাল্য বিবাহ রোধসহ নানা বিষয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।