মোঃ গোলাম ইয়াছিন রাজু, রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার বর্গের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় রামপাল উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নুরুল হক লিপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ(অবঃ)মোতাহার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক বিভাষ হালদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাকী বিল্লাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মোঃ গোলাম ইয়াছিন রাজু, বাইনতলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক খান তুহিন আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নুরুল আমিন, রামপাল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন কচি, সাধারণ সম্পাদক শেখ জালাল উদ্দীন দুলাল, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনসহ উপজেলা যুবলীগ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্টে ঘাতকের নির্মম বুলেটে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের নিহত সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয় এবং দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ নুর নবী ও যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রতন আলী।

পোস্টটি শেয়ার করুনঃ