রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরি মামলার দুই পলাতক আসামি গ্রেফতার
মোঃ গোলাম ইয়াছিন রাজু,
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি পাওয়ার প্লান্টের তামার তার চুরির মামলার দুই পলাতক আসামিকে থানা পুলিশ আটক করেছে।
আটককৃতরা হলেন-বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর গ্রামের নিজাম ফকিরের পুত্র সোহাগ (৩০) ও রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিকিরডাঙ্গা গ্রামের মৃত আবু জাফর শেখের পুত্র মোঃ রাসেল শেখ (২২)।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় তামার তার চুরি মামলার পলাতক আসামিরা এলাকায় অবস্থান করছে। এ খবর পেয়ে থানা পুলিশের দুটি চৌকস দল অভিযান চালিয়ে সোহাগকে উপজেলার ফয়লা বাজার থেকে ও রাসেলকে পেড়িখালী বাজার এলাকা থেকে আটক করে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান যে, গতরাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরি মামলার দুই পলাতক আসামিকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে এবং আজ (৬ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।