রামপালে সিরিজ বোমা হামলার প্রতিবাদ ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ইজারাদার আব্দুল ওহাব’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
মোঃ গোলাম ইয়াছিন রাজু, রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে ২০০৫ সালের ১৭ আগস্ট সমগ্র বাংলাদেশে একযোগে ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে ও রামপাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইজারাদার আব্দুল ওহাব’র ১৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১৭ আগস্ট) বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় রামপাল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন’র সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি) অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আকবর আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ(অবঃ) মোতাহার রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ মান্নান, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বজলুর রহমান, ইউপি চেয়ারম্যান সুলতানা পারভীন (ময়না), হুড়কা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, সাধারণ সম্পাদক বিচিত্র বীর্য পাড়ে, উজলকুড় ইউনিয়ন আ’লীগের সভাপতি গাজী আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক জুলফিকার আলি ভুট্টো, বাঁশতলী ইউনিয়ন আ’লীগের সভাপতি হাওলাদার আবু তালেব, সাধারণ সম্পাদক কুদরতী ইনামুল বাশার বাচ্চু, রাজনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ আকরাম হোসেন, সাধারণ সম্পাদক নিখিল রঞ্জন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নুরুল আমিন, গাজী গিয়াস উদ্দিন, রামপাল সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন কচি, সাধারণ সম্পাদক শেখ জালাল উদ্দীন দুলাল, পেড়িখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম দ্বারাসহ উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুম ইজারাদার আব্দুল ওহাব’র আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।