রামপাল গিলাতলা আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
রামপাল প্রতিনিধি;
আজ সন্ধ্যা ৭ টার সময় বাগেরহাট রামপাল উপজেলা ১০ নং বাঁশতলী ইউনিয়নের গিলাতলা বাজারব্যবসায়ী নেতৃবৃন্দের আয়োজনে ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক ও ১০ নং বাঁশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল (ভিপি সোহেল) এর সভাপতিত্বে গিলাতলা বাজার মৎস্য চান্দিনাই গিলাতলা বাজার ব্যবসায়ীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷ উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ৷ রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন ৷ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ আসাবুর রহমান রতন, বাঁশতলী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান ও ৯ নং ওয়ার্ড সদস্য শিকদার জিয়াউর রহমান, বাঁশতলী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান ও ৭ নং ওয়ার্ড সদস্য মোঃ সরোয়ার হোসেন, ওয়ার্ড সদস্য মোঃ হুমায়ুন কবীর,ওয়ার্ড সদস্য মোঃ ইমরান হোসেন, বাঁশতলী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামরান হোসেন,দৈনিক বহমান বাংলা প্রকাশনা সম্পাদক মোঃ ইকরামুল হক রাজিব সহ-ব্যবসায়ী নেতৃবৃন্দ,ধর্মীয় নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদ কর্মীরা এ সময় উপস্থিত থাকেন ৷