লালমনিরহাট(১)পাটগ্রাম-হাতিবান্ধা আসনে মনোনয়ন প্রত্যাশী ১৮
হাসিবুল ইসলাম পাটগ্রাম সংবাদ দাতাঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তৎপরতা বেড়েছে সম্ভাব্য প্রার্থীদের। দলীয় সভা-সমাবেশ, ঘরোয়া বৈঠকসহ নানা উপায়ে তারা নিজেদের পরিচিত করে তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন। লালমনিরহাট জেলার ৩ টি সংসদীয় আসন এর মধ্যে পাটগ্রাম – হাতিবান্ধা(১)আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ১৮ জন দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। উক্ত আসনে সম্ভাব্য প্রার্থীরা হলেন লালমনিরহাট-১ আসনে (হাতীবান্ধা-পাটগ্রাম) আওয়ামী লীগের বর্তমান এমপি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন,লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন; বিএনপির ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, অ্যাডভোকেট মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল, শাহীন আকন্দ, মোশাররফ হোসেন ও শামসুজ্জামান সেলিম; জাতীয় পার্টির মোস্তফা সেলিম বেঙ্গল ও এমজি মোস্তফা; জাসদের ছাদেকুল ইসলাম; ইসলামী আন্দোলনের ফজলুল হক ও হাবিবুর রহমান; ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবদুস ছাত্তার; বিএনএফের আলমগীর হোসেন মুরাদ এবং জামায়াতে ইসলামীর হাবীব মো. ফারুক ও আনোয়ারুল ইসলাম রাজু।