শোক দিবস উপলক্ষে সাতক্ষীরায় যুবলীগের খাবার বিতরণ
প্রতিনিধি, সাতক্ষীরা:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্য দিনমজুর ও অসহায়, দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সাতক্ষীরা জেলা ও সদর যুবলীগ। মঙ্গলবার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ১৫ আগস্ট আওয়ামী যুবলীগের কর্মসূচির সঙ্গে মিল রেখে শোক দিবস পালন ও খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা যুবলীগ নেতা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহিদ হোসেন বাপ্পী, দপ্তর সম্পাদক গোলাম হোসেন প্রমূখ। এসময় অধ্যক্ষ আবু আহমেদ বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আর্দশকে হত্যা করতে পারেনি। বাঙালি জাতি এখনো বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করে বলেই প্রতিটা বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু জড়িয়ে আছেন। তিনি আরও বলেন, ১৫ আগস্ট একটি কালো অধ্যায়। শোকাবহ ও বেদনাদায়ক দিন। শত্রুরা বঙ্গবন্ধুর নাম নিশ্চিহ্ন করতে ১৫ আগস্ট হত্যাকা-ের ঘটনা ঘটিয়েছে। ২১ আগস্টের গ্রেনেড হামলার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। মহান রাব্বুল আলামীন শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্যই শেখ হাসিনা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন।