শ্যামনগরে কিশোর গ্যাং এর হামলায় গুরুতর আহত ৩
রাকিবুল হাসান শ্যামনগর ঃ
শ্যামনগরের কিশোর গাঙ্গের হামলায় বাবা ও ছেলে সহ তিনজন গুরুতর আহত হয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে শ্যামনগর পৌরসভার সোনার মোড় নামক স্থানে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ১৭ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১ টার দিকে সোনার মোড়ে অবস্থিত রশিদ সাইকেল স্টোরে স্বত্ব অধিকারী আব্দুর রশিদ ও তার বড় ছেলে কলারোয়া সরকারি কলেজের অনার্সের প্রথম বর্ষের ছাত্র সাদ্দাম হোসেন ও ছোট ছেলে সাদেক হোসেন কে নিয়ে দোকানে কাজ করছিল আঃ রশিদ । এ সময় ইসমাইলপুর গ্রামের শুকুর আলী গাজীর ছেলে নান্টু গাজী একটি সাইকেল মেরামত করতে নিয়ে আসে। আব্দুর রশিদ গাজীর হাতে কাজের চাপ থাকায় তিনি তাৎক্ষণিকভাবে কাজটি করতে পারবেন না বললে দুজনের মধ্যে বাগবিতাণ্ডতা সৃষ্টি হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উভয়পক্ষকে সমঝোতা করে দেয়। পরবর্তীতে নান্টু গাজী ফোন করে তার এলাকার ১৫ থেকে ২০ জন যুবককে ডেকে নিয়ে লাঠি, লোহার রড, হাতুড়ি দিয়ে তাদের তিনজনের উপরে হামলা করে গুরুতর আহত করে এবং দোকান ভাঙচুর করে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা গুরুতরাত অবস্থায় তাদের তিনজনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আজিবুর রহমান বলেন, উভয়পক্ষকে নিয়ে আপোশ মীমাংসার আলোচনা চলছে। অপর দিকে এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা শ্যামনগর থানার এসআই জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল থেকে ইসমাইলপুর গ্রামের মৃত আবুল কাশেম এর ছেলে ইমান আলীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছেন। তিনি জানান বাদী পক্ষ থেকে একটি এজাহার জমা হয়েছ।