সড়ক দুর্ঘটনায় নিহত এক
জৌষ্ঠ প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ঝালাই মিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (৩০আগস্ট) খুলনা-সাতক্ষীরা মহাসড়কের শাহপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত স্বপন কুমার দাশ (৪০) উপজেলার তৈলকূপ গ্রামের কালি দাশের ছেলে।
স্বপন দাশের ছেলে সাগর দাশ জানায়,তার বাবা পেশায় একজন শ্রমিক, সেই সাথে ঝালাইয়ের এর কাজ করতো। আজ সকালে বাড়ি থেকে কাজ করার উদ্দেশে বের হয়। এরপর ডুমুরিয়ার শাহাপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। এসময় মোটর সাইকেলে থাকা দুজন আরোহী মারাত্মক আতহ হয়। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া দুর্ঘটনার বিষযটি নিশ্চিত করেছেন।