সরকারের উন্নয়ন ও সাফল্যের বার্তা রামপাল মোংলায় পৌঁছে দেন চিত্র নায়ক শাকিল খান
মোঃ ইকরামুল হক রাজিব স্পেশাল ক্রাইম রিপোর্টার
আজ ০৩/০৮/২০২৩ ইং বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে সারাদিনব্যাপী বাগেরহাটের রামপাল উপজেলায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সাফল্যের বার্তা তৃণমূলের সাধারণ জনতার মাঝে পৌঁছে দেন চিত্র নায়ক শাকিল খান ৷
চিত্র নায়ক শাকিল খান সাধারণ জনতার উদ্দেশ্যে বলেন,আপনারা নিশ্চয়ই অবগত আছেন,বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী
শেখ হাসিনার হাত ধরে দুর্বার গতিতে বাংলাদেশের উন্নয়নের জোয়ার বইছে ৷
পদ্মা সেতু নির্মাণ,কর্ণফুলী টানেল,সমুদ্রসীমানা বিস্তার, শ্রমিকের মজুরি বৃদ্ধি, ফ্লাইওভার নির্মাণ, জেলেদের খাদ্য সহায়তা প্রদান, দারিদ্রতার হার নিম্ন পর্যায়, বয়স্ক ভাতা প্রদান, বিনামূল্যে এক কোটি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া, মাতৃত্তকালীন ভাতা প্রদান, কমিউনিটি ক্লিনিক এর মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান, বিধবা ভাতা প্রদান, দেশের রপ্তানি আয় বৃদ্ধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সহ-অগণিত উন্নয়নমূলক কর্মকান্ড তৃণমূলের সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন চিত্র নায়ক শাকিল খান, তিনি আরো বলেন,বাংলাদেশে যে উন্নয়নের জোয়ার বইছে এই উন্নয়নের ধারা কে অব্যাহত রাখতে আপনারা অবশ্যই অবশ্যই জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ন্যায় বিপুল ভোটের মাধ্যমে রামপাল মোংলা-৩ আসন কে জয়যুক্ত করবেন ৷
চিত্রনায়ক শাকিল খান আরো বলেন, আমি আপনাদের সন্তান আপনাদের কোটি মানুষের ভালোবাসায় আজ আমি সিক্ত, আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালবাসায় আমি আজকের এই শাকিল খান হতে পেরেছি,
জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিলে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই না আমি আপনাদের কে কথা দিচ্ছি,
বাংলাদেশ সরকারের শতভাগ স্মার্ট বাংলা বিনির্মাণের অগ্রযাত্রায় আমি অক্লান্ত,পরিশ্রমী সৈনিক হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলায়, আপনাদের মত খেটে খাওয়া সোনার মানুষের পাশে থেকে সর্বোচ্চ সেবা প্রদান করব ৷