সাতক্ষিরাতে বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় বাল্য বিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭জুলাই) তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার এই নিষেধাজ্ঞা আরোপ করেন।
সূত্রে জানা যায়,উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামের ওয়াদুদ শেখের ছেলে ইয়াছিন আলির (১৬) সাথে যশোর জেলার বাঘারপাড়া এলাকার তার খালাতো বোনের (১৪) সাথে বিয়ের খবর জানা যায়। পরবর্তীতে ধানদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শহিদুল ইসলাম বাবু,দফাদার জান্নাতুল ফেরদৌস সহ স্থানীয় গ্রাম পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ছেলে ও মেয়ের অভিভাবককে উপজেলায় হাজির হওয়ার নির্দেশনা দেওয়া হয়।
আজ ছেলের মা ও মেয়ের অভিভাবক খালা উপস্থিত হয়ে মুচলেকা আদায় করা হয়েছে। নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে জানান মহিলা বিষয়ক কর্মকর্তা।