জ্যৈষ্ঠ প্রতিনিধি: সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (৩সেপ্টেম্বর) শহীদ আব্দুল রাজ্জাক পার্কে মেলার উদ্বোধন করা হয়।

 

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ প্রতিপাদ্যেকে সামনে রেখে শহরের সরকারি বালিকা বিদ্যালয় থেকে র‍্যালি বের হয়ে শহীদ আব্দুল রাজ্জাক পার্কে এসে মেলার শুভ উদ্বোধন করা হয়। বন বিভাগের সহকারী বন সংরক্ষক অমিতা মণ্ডলের সভাপতিত্বে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ূন কবির।

 

এসময় জেলা প্রশাসক হুমায়ূন কবির  বলেন,সাতক্ষীরা জেলা উপকূলীয় এলাকা হওয়ায় জীববৈচিত্রে ভরপুর। প্রতি বছর আইলা,সিডর মত ঘূণিঝর আঘাত করে। লবণাক্ততা বৃদ্ধির কারণে সুন্দরবনের আয়তন কমে যাচ্ছে। ফলে উপকূলীয় জেলাগুলো হুমকি মুখে ঠেলে দিচ্ছে। যার মধ্যে সাতক্ষীরা জেলা অন্যতম। এজন্য আমাদের সামাজিক বননায়নের উপর অগ্রাধিকার দিতে হবে।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ জোহরা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন প্রমুখ।

 

এবার মেলায় ছোট বড় ৩৩ টি স্টল অংশগ্রহণ করেছে। উদ্বোধন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুনঃ