প্রতিনিধি, সাতক্ষীরা;;

সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের খেজুরডাঙ্গা এলাকার মৃত রনজিত বৈরাগীর ছেলে রমাকান্ত বৈরাগীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন ওই এলাকার শতাধিক হিন্দু পরিবার। জমি দখল, হুমকিধামকি, মুসলিম সম্প্রদায়ের মানুষের সাথে বিরোধ সৃষ্টির পরিকল্পনাসহ বিভিন্নভাবে রমাকান্ত বৈরাগী হয়রানি করছেন বলে অভিযোগ তাদের। সরেজমিনে গেলে স্থানীয় বাসিন্দা মনিকা সরকার, মিনতি রানী সরকার, অরবিন্দ সরকার, স্বপন সরকার, পরোশ সরকার বলেন, আমরা খেজুর ডাঙ্গা এলাকায় শতাধিক হিন্দু পরিবার দীর্ঘদিন যাবত শান্তিপূর্ণভাবে বসবাস করছি। আমাদের বিপদে আপদে মুসলিম সম্প্রদায়ের লোকজন এগিয়ে আসে। একটি পারস্পারিক সহাবস্থান আমাদের এখানে বিরাজ করছে। তবে সম্প্রতি আমাদের সম্প্রদায়ের রমাকান্ত বৈরাগী এই এলাকার পরিবেশকে অশান্ত করে তুলেছে। তিনি এই খালের ধারের এক টুকরো জমি নিজের দাবী করে এলাকার অনেকের সাথে বিরোধে জড়াচ্ছেন। আমরা তাকে বারবার বুঝানোর চেষ্টা করেছি। তবে সে না বুঝে বাইওে থেকে লোকজন এনে আমাদের এখানে ঝামেলা সৃষ্টি করছে। বিনেরপোতা মৌজার ৯৪৯ খতিয়ানের ৯৩৩ দাগের ৮ শতক জমি কণ্ঠরাম ও দুলাল চন্দ্র ভোগ দখল করতেন। ওই জমিসহ আরো অনেক জমি তারা ক্রয়সূত্রে ভাটা মালিক শওকত আলীর ভাই হায়দার আলীর কাছে বিক্রি করে ভারতে চলে গেছেন। ফলে ওই ৮ শতক জমি হায়দার আলী ভোগ দখল করছেন। হায়দার আলী মাস ছয়েক আগে মারা যান। এরপর সেই জামিতে গত বুধবার হায়দারের ভাটা ম্যানেজারসহ তিনজন লোক এসে ঘেরাবেড়া দিয়ে গেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে রমাকান্ত বিভিন্ন এলাকায় প্রচার দিচ্ছেন যে একজন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তির জমি মুসলমান সম্প্রদায়ের লোক দখল করে নিয়েছে। এতে করে আমাদের এলাকায় একটি অশান্ত পরিবেশ বিরাজ করছে। রমাকান্ত যে জমি দাবী করছেন সেই জমি থেকে তার বাড়ি অনেক দূরে এবং কোন দিনও ওই জমি তার দখলে ছিলনা। রমাকান্ত পরিকল্পিতভাবে ওই জমি নিয়ে আমাদের ও শওকত ভাইদের মধ্যে গন্ডগোল বাধিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছেন। তার জামাতা সরকারী চাকরী করেন। তার জোরেই রমাকান্ত আমাদের অনেক নির্যাতন ও হয়রানি করছেন। আমরা রমাকান্তের হাত থেকে নিস্তারের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি। এ ব্যাপারে জানতে চাইলে রমাকান্ত বলেন, ৯৩৩ দাগের ওই আট শতক জমি আমি পৌত্রিকসূত্রে পেয়েছি। ওখানে আমার জমির দাগ ছাড়া অন্য দাগ নেই। এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হচ্ছে সেটি সঠিক না।

পোস্টটি শেয়ার করুনঃ