সাতক্ষীরার তালা উপজেলা আওয়ামীলীগের ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
সাতক্ষীরার তালা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সকাল ১০ টায় তালা শিল্পকলা একাডেমীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মীর মহাসিন এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জুনায়েদ আকবার, সংগঠনিক সম্পাদক শাহ আলম টিটু, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, প্রচার সম্পাদক শাহিনুর রহমান, সহ দপ্তর মাহফুজুর রহমান মধু, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান,মাগুরায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ আব্দুল হান্নান, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ইয়াসিন ছাত্রলীগের সভাপতি মিলন রায় প্রমুখ।