সাতক্ষীরা জেলা ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার
আবু সাঈদ সরদার সাতক্ষীরা প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার দুই নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ বুধবার (১৬ আগস্ট) সাতক্ষীরা জেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্তে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. সাইফুদ্দীন বাহাদ সবুজ ও মাঈনুল ইসলাম মাসুম সহসভাপতি (তালা উপজেলা শাখা) ও মো. আশিক কবির সাংগঠনিক সম্পাদক (সীমান্ত আদর্শ কলেজ) সংগঠন নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে লিপ্ত থাকায় সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো। সেই সঙ্গে তাদের স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হলো।