সাতক্ষীরা ফিংড়ীতে চেতনা নাশক স্প্রে দিয়ে নগদ ৩লক্ষ টাকা ও স্বর্নালংকার চুরি
মোঃ আরশাদ আলী সাতক্ষীরা থেকে;
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী গ্রামের শেখপাড়ায় সোমবার গভীর রাতে কে বা কারা চেতনা নাশক স্প্রে দিয়ে বাড়ির সবাই কে অজ্ঞান করে নগদ ৩লক্ষ টাকা ও ২ ভরি স্বর্নালংকার চুরি করার খবর পাওয়া গেছে।
খবরে প্রকাশ, শেখপাড়ার মৃত নাজির শেখের পুত্র মোকছেদ আলী শেখ(৬৫) এর বাড়িতে সোমবার গভীর রাতে কে বা কারা বসত বাড়ির পাশের গাছ বেয়ে ছাদে উঠে বাড়ির ভিতরে প্রবেশ করে চেতনা নাশক স্প্রে দিয়ে বাড়ির সবাই কে অজ্ঞান করে নগদ ৩ লাখ টাকা ও একজোড়া স্বর্নের কানের দুল,হাতের চুড়ি, চেইনসহ বিভিন্ন জিনিস পত্র চুরি করে নিয়ে যায়। স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার সকালে বাড়ির কেউ ঘুম থেকে না উঠলে গৃহকর্তা মোকছেদ শেখের ভাই আফছার শেখ ডাকাডাকি করে। কিন্তু কোন সাড়া না পেয়ে বারান্দার গ্রীলের দরজার তালা ভেঙে তাদেরকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়।পরে স্থানীয় ডাঃ এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।তাদের প্রত্যেকের অবস্থা বর্তমানে আশংকা মুক্ত বলে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়নের বিভিন্ন জায়গায় চেতনা নাশক স্প্রে দিয়ে চুরি,ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ মুলক কার্যকলাপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এলাকার আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। প্রতিদিন কোথাও না কোথাও চুরি হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ফলে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। এছাড়া এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীর সংখ্যা আশংকা জনক হারে বৃদ্ধি পেয়েছে বলে একাধিক নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে। সচেতন এলাকাবাসী অবিলম্বে এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাতক্ষীরার পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।