সাভার উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী ইয়াসমিন চৌধুরী সুমি
মোঃ সাগর হোসেনঃ
সাভার উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী ইয়াসমিন চৌধুরী সুমি।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সমর্থন ও দোয়া প্রত্যাশী মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ঢাকা জেলা উওর মহিলা আওয়ামীলীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমি। তিনি একজন দক্ষ নারী নেত্রী।
ইয়াসমিন চৌধুরী সুমি বলেন, সাভার উপজেলার উন্নয়নের লক্ষ্যকে সামনে নিয়ে দারিদ্র মুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলার নিমিত্তে আমি আবারও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছি। এর জন্য আমি সাভার উপজেলার মুরব্বী, ভাই, বন্ধু, মা, বোনসহ সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করছি।
তিনি আরো বলেন, উপজেলার সকলের নিকট আমার উদাত্ত আহ্বান, আমাকে আপনাদের সমর্থন দিয়ে আপনাদের সন্তানের পাশে থেকে মেহনতী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে “জননেত্রী শেখ হাসিনার” উন্নয়ন ধারাকে বাস্তবায়ন করার সুযোগ দিন।