হরিণাকুন্ডুতে ইয়াবা ট্যাবলেট সহ সজিব নামের এক যুবক আটক।
আপডেটঃ জুলাই ৪, ২০২২ | ৩:০২
347 ভিউ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সাতব্রীজ এলাকা থেকে ইয়াবাসহ সজিব (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে সজীবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সজিব হরিনাকুন্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর গ্রামের আলম মন্ডলের ছেলে।
হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান,আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হরিণাকুন্ডু সাতব্রীজ নামক এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় ১২পিচ ইয়াবাসহ সজিব নামের যুবককে আটক করা হয়। এ ঘটনায় হরিণাকুন্ডু থানায় একটি মাদক মামলা হয়েছে।