নড়াইল সদর ও লোহাগড়ায় উপজেলায় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

মোঃ ওবাইদুর রহমান ও লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির

উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিভিন্ন এলাকা থেকে মামলা ও গ্রেফতারী পরোয়ানামূলে তাদের

গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- নড়াইল সদর থানার শেখপাড়া গ্রামের সাগর মোল্যা,

আলফাজ হোসেন ও সাকিব হাসান, কামালপ্রতাপ গ্রামের মুসতাক কাজী, আকদিয়া

গ্রামের ওয়ালিদ ও লোহাগড়া থানার কালিনগর গ্রামের ছাদ্দাম মোল্যা,

পোদ্দারপাড়া গ্রামের আল-আমিন মোল্যা, চর করফা গ্রামের ইরফান মুন্সি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান ও মোঃ নাসির

উদ্দিন বলেন, গ্রেফতার করা আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা

রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। নড়াইল জেলার

সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা

রক্ষায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।###

 

 

পোস্টটি শেয়ার করুনঃ