আশাশুনি প্রতিনিধি:আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ফেনসিডিল সহ দুই আসামিকে আটক করা হয়েছে। বুধবার ( ২৬ জুন )আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীর নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে এএসআই (নিঃ) মোঃ জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১০৫ গ্রাম গাঁজা ও ১ বোতল ফেন্সিডিল সহ উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের মৃত আরশাদ আলী গাজীর পুত্র আব্দুল মালেক(৩৬)কে আটক করেন ।এসংক্রান্তে থানায় মামলা নং-২৬(০৬)২০২৪ রুজু করা হয়। অপরদিকে এসআই (নিঃ) মোঃ শামীমুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় মামলা নং ২৭(০৬)২৪ এর আসামি কমলাপুর গ্রামের মোঃ হোসেন গাজীর পুত্র মোঃ বাশারুল ইসলাম (২৫) কে থানা এলাকা গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ