দেবহাটা প্রতিনিধি: সরকারি সেবা প্রদানে শুদ্ধাচার চর্চা ও কর্মদক্ষতার ভিত্তিতে সাতক্ষীরা জেলা প্রশাসন থেকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শুদ্ধাচার সম্মাননায় ভূষিত হওয়ায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ইউপি চেয়ারম্যানবৃন্দ। বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আছাদুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পারুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা, ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, অসীম কুমার ঘোষ, ফারহানা পারভীন, কুলিয়ার ইউপি সদস্য আবু সাঈদ সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এরআগে বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ে কর্মরত বিজয়ী কর্মকর্তাদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের হাতে শ্রেষ্ঠ শুদ্ধাচার পুরষ্কারের সম্মাননা ক্রেষ্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় স্থানীয় সরকারের উপপরিচালক মাশরুবা ফেরদৌস সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুনঃ