নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী রাশেদুর রহমান খান চৌধুরী রজনু ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার(২৭জুন) বেলা সাড়ে ৩ টার দিকে স্ট্রোক জনিত কারণে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নেয়া হলে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিলো( ৫৫ বছর)। রজনুর ভাই কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান পলাশ চৌধুরী জানান, সকালে সুস্থ অবস্থায় সাতক্ষীরা বাস টার্মিনালে যান ব্যবসার কাজে। দুপুরে হঠাৎ স্ট্রোকজনিত অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার মা, স্ত্রী, দুই কন্যা ও ৪ ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তিনি প্রয়াত ওয়াজেদার রহমান খান চৌধুরীর তৃতীয় ছেলে। সদ্যপ্রয়াত রজনু চৌধুরী কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ ও ব্যবসায়ী দিপু চৌধুরীর ভাই। এদিকে, রজনু চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন-তালা-কলারোয়ার সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা জেলা বাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহম্মেদ ও কলারোয়ার সকল সাংবাদিক নেতৃবৃন্দ। বৃহস্পতিবার এশার নামাজের পর কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে গ্রামের বাড়ি উপজেলার গণপতিপুরে দাফন সম্পন্ন হয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ