তাপস কুমার ঘোষ, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা’র কালিগঞ্জে ফিড ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ব্যাপক ক্ষতি। অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাকের ড্রাইভার তাহলে। দুর্ঘটনাটি কালিগঞ্জ টু ঝাপালি রোডের কালিদহ বিল সংলগ্নে শুক্রবার (১৪ জুন ) গভীর রাতে এ ঘটনা ঘটেছে। সরেজমিন সুত্রে জানাগেছে, বগুড়া থেকে আলাল ফিড ভর্তি ট্রাক কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ( বালিয়াডাঙ্গা ) বাজারে নূর ইসলামের দোকানে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় পতিত হয়ে গর্তে পড়ে। ট্রাক চালক তাহলে বলেন সড়কের খারাপ স্থানে পৌছালে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে ডানদিকে গর্তে উল্টে পড়ে যায়। ফিড ভর্তি ট্রাকটি নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি। তবে মালামালের কোন প্রকার ক্ষয়ক্ষতি না হলেও গাড়িটি অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিড কতৃপক্ষ উল্টে যাওয়া ট্রাক থেকে দীর্ঘক্ষণ ধরে মালামাল উদ্ধার করছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাকটি গর্ত থেকে স্থানীয় জনগণ ও অত্যাধুনিক মেশিনের সহযোগিতায় উদ্ধার করা সম্ভাব হয়েছে শনিবার (১৫ জুন ) সকাল ১২ টার সময়ে।

পোস্টটি শেয়ার করুনঃ