জাকির হোসেন স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় পূর্বশত্রুতার জেরে ৩শ পেয়ারা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিজলীপাড়া এলাকায়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ গোমাস্তাপুর উপজেলার চাঁইপাড়া এলাকার সেতাউর রহমানের ছেলে সাইফুর রহমান ৪ জনের নামে নাচোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন, রহনপুর মাষ্টারপাড়া এলাকার সাদিকুল ইসলামের ছেলে ফারুক(৩০), জাইদুল ইসলামের ছেলে শাওন (৩০), তাইসুর রহমানের ছেলে মারুফ (৩৫) ও মৃত আরশাদের ছেলে জাইদুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে অভিযুক্তদের সাথে সাইফুর রহমানের বিরোধ চলে আসছিল। গত ৯ জুন সকালে পেয়ারা বাগানের কাঁটা তার ও বেড়া ভেঙে ফেলে বাগানের ৩শ গাছ কর্তন করেন।
সাইফুর রহমান বলেন, ব্যক্তিগত বিরোধের কারণে পেয়ারা গাছগুলো কেটে ফেলেছে। এতে আমার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
তবে অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায় নি।
নাচোল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান বলেন, পেয়ারা গাছ কর্তনের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

পোস্টটি শেয়ার করুনঃ