হাসিবুল, স্টাফ রিপোর্টার:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ ও ফুলবাড়ী পৌরসভা পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার জনাব মো. জাকির হোসেন ।

৩০ জুন (রবিবার)বিকেল পাঁচটায় উপজেলা চত্বরে এসে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা জানান জেলা প্রশাসক শাকিল আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মোহাম্মদ আল কামাহ্ তমাল ।
উপজেলা কার্যালয় পরিদর্শন শেষে সন্ধ্যা ৭ টায় তিনি পৌর কার্যালয়ে এসে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনা জানান ফুলবাড়ী পৌরসভার সম্মানিত মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন।

এসময় বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন এর সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ-আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মো. জানে আলম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. সালাহ্উদ্দিন আহমেদ, দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকলেছুর রহমান, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর মো. আল কামাহ্ তমাল, ফুলবাড়ী সার্কেল( অতিরিক্ত পুলিশ সুপার )(এএসপি) মো. ফরহাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী মিরু, নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, ওয়ার্ড কাউন্সিলর হারান দত্ত, মাজেদুর রহমান, আব্দুল মজিদ, মমতাজুর রহমান পারভেজ, সংরক্ষিত নারী কাউন্সিলর তনজু আরা, বাবলী আরা, রেবেকা সুলতানা, প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী পৌরসভার জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখার মো. আশরাফ পারভেজসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

পরিদর্শনকালে রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন এর সাথে সার্বিক বিষয় নিয়ে আলাপচারিতা করেন এবং পৌরসভার বিভিন্ন দপ্তরের নথিপত্র পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করেন।

পোস্টটি শেয়ার করুনঃ