বরিশাল প্রতিনিধি/
বাকেরগঞ্জ বাখরকাঠী মাধ্যমিক বালিকা বিদ্যালয় (বিআইটি), তে গত ২৩/০৬/২০২৪ তারিখ যোগদান করেন আকন্দ মোঃ মঞ্জুরুল ইসলাম (নবীন)। তিনি শিক্ষক হিসেবে ২০০৮ সালে আমর্ড পুলিশ পাবলিক স্কুল শিক্ষক হিসেবে কর্ম জীবন শুরু করে ২০১০ সালে বাবুগঞ্জ কেকে মাধ্যমিক বিদ্যালয়ের ও পরবর্তীত -২০১২ সাল থেকে দীর্ঘ প্রায় ১২ বছর অতিক্রম করেন রূপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয় বরিশাল। সেখান থেকে পদত্যাগ করে নিজ এলাকার এ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদেন। রূপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়ে থাকাকালীন সৃজনশীল এর মাস্টার ট্রেইনার হিসেবে যুক্ত হন। এছাড়া বরিশাল শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষক হয়ে অর্পিত দায়িত্ব পালন করে সেটার মডারেটর হন। এছাড়া নতুন কারিকুলামের মাস্টার ট্রেইনার হিসেবে ও দায়িত্ব পান। তিনি ১৯৯৯ সালে এসএসসি (১ম বিভাগ) বোয়ালিয়া জে এম মাধ্যমিক বিদ্যালয়, খালিয়াজুরি সরকারি কলেজ থেকে ২০০১ সালে এইচএসসি (২য় বিভাগ), ২০০৭ সালে নেত্রকোনা থেকে বি.কম সম্মান(২য বিভাগ) ২০০৮ সালে সরকারি বিএম কলেজ থেকে এমবিএস (১ম বিভাগ) ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিনে বিএড -২য এবং এমএড ২য় হন, এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি উর্ত্তিন হয়।

সর্বশেষ পেশাগত যোগ্যতায় বাখেরকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেয়ে যোগদান করলে। বিদ্যালয় কতৃপক্ষ অদ্য ২৬শে জুন বুধবার অনুষ্ঠানিক ভাবে তাকে বরণ করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান উপস্থিত সকল শিক্ষক অভিভাবক সদস্য ও শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবার পাশাপাশি তার আসন বুঝিয়ে দেন। নতুন বিদ্যালয়ে যোগদান করে তিনি নতুন বিদ্যালয়ের সকল সহকর্মী, এসএমসি সদস্য, অভিভাবক এবং সকল শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছেন।

পোস্টটি শেয়ার করুনঃ