শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি/ বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের ঝালমুড়ি বিক্রেতা সরুব আলী ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ক্ষতিগ্রস্থ বাড়িটি চুরির হওয়ার কারণে পুরো পরিবারটি সর্বস্বান্ত হয়ে পথে বসার অবস্থায় পরিনত হয়েছে। বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ডের আঠারো গচ্চা পাড়ের ঝালমুড়ি বিক্রেতা সবুর আলীর বসত ঘরটি ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ভেঙ্গে পানিতে তলিয়ে ঘরের আসবাবপত্র নষ্ট হয়ে যায়। সরুব আলীর দুটি ছেলে ও একটি মেয়ে নিয়ে জীবন বাঁচানোর তাগিদে পার্শবর্তী রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে একটি জরজীর্ণ পরিত্যক্ত ঘরে আশ্রয় নেয়। আর্থীক সংকট ও সাহায্যের অভাবে প্রায় একমাস হয়ে গেলেও তার বসত ঘরটি নতুন করে সংস্কার করতে পারেনি। দীর্ঘ দিন পরিত্যক্ত ঘরটি এখন সাপ,ঝোঁক ও বিষাক্ত পোকামাকড়ের আশ্রয় স্থানে পরিনত হয়েছে। সরুব আলীর ঘরটি বসবাসের উপযোগী না থাকার কারণে তারা স্ত্রী তিনটি সন্তান নিয়ে সারাদিন ঘরের আশেপাশে দিন কাটিয়ে সন্ধ্যার পরে কালিগঞ্জ বাজারে সবপরিবার রাত্রী যাপন করেন। সরুব আলীর পরিবার রাতে বাড়িতে না থাকার বিষয়টি নিশ্চিত হয়ে। ১৯ জুন বুধবার রাতে পার্শবর্তী বাড়ির দেলোয়ার ও তার ছেলে কবির হাওলাদার সরুব আলীর বসত ঘরে থাকা সকল মালামাল ও গবাদিপশু সহ কোরবানির মাংস চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় সরুব আলীর স্ত্রী রেখা বেগম বাদী হয়ে বাকেরগঞ্জ থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেণ। থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন বিষয়টি গুরুত্বপূর্ণ ভাবে দেখার জন্য সাথে সাথে ঘটনা স্থানে পুলিশ পাঠান। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর চক্রের দল তাদের বাড়ি থেকে পালিয়ে নিরাপদ গন্তব্যে আশ্রয় নেয়। থানা পুলিশ ঘটনা স্থান ত্যাগ করলে, চোর চক্রের মূল হোতা দেলোয়ারের ছেলে চুরির ঘটনায় অভিযুক্ত কবির হাং বাদী রেখা বেগম এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের ও ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে গ্রাম ছাড়া করার হুমকি দেয়। ঝালমুড়ি বিক্রেতা সরুব আলী তার তিনটি সন্তানসহ পরিবার নিয়ে একটু মাথা গোঁজার ঠাঁই হিসেবে তাদের বসত ঘরটি নতুন করে নির্মাণের জন্য, বাকেরগঞ্জের মাননীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তিনি তার পরিবার নিয়ে আজ দীর্ঘ একমাসের মতো সময় ভাসমান জীবন যাপন করছেন। বাকেরগঞ্জের জনপ্রতিনিধি ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ করছেন তিনি। থানা পুলিশের কাছে লিখিত অভিযোগের বাদী রেখা বেগম তাদের শেষ সম্ভল আসবাবপত্র ও গবাদিপশু সহ সকল মালামাল উদ্ধার এবং এই চোরদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।

পোস্টটি শেয়ার করুনঃ