বোয়ালিয়া জে এম মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ-ই- মিলাদুন্নবী (সঃ) অনুষ্ঠিত


বোয়ালিয়া জে এম মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ-ই- মিলাদুন্নবী (সঃ) অনুষ্ঠিত
বরিশাল প্রতিনিধি /
বাকেরগঞ্জ বোয়ালিয়া জে এম মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ১৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মজিবুর রহমান মোল্লা, এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গাজী সহিদুল ইসলাম সহ সকল শিক্ষক শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র ছাত্রীরা। বিদ্যালয়ের সিঃ সহকারী শিক্ষক আলমগীর হোসেন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে গজল, কেরাত, বক্তৃতা ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এতে বিজয়ী প্রতিযোগীদের জন্য আকার্ষনীয় পুরস্কার প্রদান করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারেও অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান ঘিরে ছাত্র ছাত্রীদের মাঝে ব্যপক প্রস্তুতি ও উৎসহ উদ্দীপনা ছিলো লক্ষ্যনীয়। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।