বাকেরগঞ্জ প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে এসব তথ্য জানান নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল।

ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই ৫ জুলাই, আপিল ৬-৮ জুলাই, নিষ্পত্তি ৯ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই ও নির্বাচন ২৭ জুলাই অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য গত কয়েক মাস আগে চরাদি ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম স্বেচ্ছায় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলে পদ শুন্য বলে ঘোষণা করে নির্বাচন কমিশন।

পোস্টটি শেয়ার করুনঃ