হাসিবুল পাটগ্রাম সংবাদ দাতা: লালমনিরহাট জেলা ধীন পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়ন এর পানবাড়ি মৌজায় বি আর এস খতিয়ান ৭২ এর দাগ নম্বর ১৬২২৮ এর ২৫ শতাংশ জমি ক্রয়ের ৩৪ বছর পড়ে দখলে পেলেন ক্রেতা আক্তার হোসেন (৬৯)।
সরেজমিনে জানা গেছে একই এলাকার বাহার উদ্দিন এর থেকে ১৯৮৬ সালে ২৫ শতাংশ জমি ক্রয় করিয়া দলিল ও রেকর্ড ভুক্ত হইায়া আসিতেছে মো: আক্তার হোসেন,যাহার বি আর এস খতিয়ান ৭২ এর দাগ নম্বর ১৬২২৮।
কিন্তু উক্ত জমি দখলে পাননি তিনি,পরে লালমনিরহাট কোডে দীর্ঘ ৬ বছর ধরে মামলার চলে আসায় পড়ে একটি রায়ের মাধ্যমে গত কাল জমি দখলে নিয়ে আমন ধান রোপণ করেন আক্তার হোসেন,কিন্তু মামলা চলমান।
এবিষয়ে বাদী নজরুল বলেন বাহার উদ্দিন আমার পিতা তিনি এস এ মালিক এসএ ৮৫৯ খতিয়ান মোট ৪.১৬ একর জমি। আমার পিতার ৩ জন স্ত্রী, আমরা ১০ ভাই, ৬ বোন আমাদের মধ্যে ভাগ বন্টন হয় নাই।আমার বাবা আক্তার হোসেন এর কাছে জমি বিক্রি করেছে কি না আমার জানা নাই, আমি ৯০ সালে জমি কিনেছি।

পোস্টটি শেয়ার করুনঃ