প্রিয়ব্রত ধর,নওয়াপাড়াঃ
যশোর জুড়ে ১ কোটি খেজুর বীজ বপন মহাপরিকল্পনার অংশ হিসেবে
অভয়নগরে ৩০ দিনে ৩০ লাখ খেজুর বীজ
বপন- ২০২৪ এর প্রস্তুতিমূলক সভা হয়েছে।গতকাল উক্ত সভায় অভয়নগরের সকল এনজিও সম্মিলিত ভাবে ১ লাখ ৩০ হাজার খেজুর বীজ জমা দিয়ে একাত্মতা প্রকাশ করেন।
এছাড়াও প্রতিদিন অভয়নগরের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রচুর বীজ সংগ্রহ হচ্ছে।
উল্লেখ্য আগামী শনিবার ৬/৭/২০২৪ তারিখ বেলা ১১ টায় যশোর জেলার শ্রদ্ধেয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্যার প্রেমবাগ ইউনিয়নের মালোপাড়া পুলিশ ক্যাম্পের সামনে নদীর পাড়ের উদ্ধারকৃত সাড়ে ৪ একর খাস জমিতে খেজুর বীজ ও চারা লাগানোর মাধ্যমে এই মহাপরিকল্পনার শুভ উদ্বোধন করবেন। সঙ্গে সঙ্গে অভয়নগর জুড়ে নদীর পাড়,খালের পাড়,রাস্তার পাশে সহ সরকারী পতিত জমিতে এ খেজুর বীজ রোপন অব্যাহত থাকে বলে জানা অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ।
পোস্টটি শেয়ার করুনঃ