অধিকার ফুড এন্ড বেভারেজ এর শুভ উদ্ভোদন উনুষ্ঠিত
মোঃ হাফিজুল ইসলাম শান্ত স্টাফ রিপোর্টার
বাংলাদের শ্রমিক অধিকার ফেডারেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান – অধিকার ফুড এন্ড বেভারেজ। সারা দেশে বাজারজাত করার লক্ষে মঙ্গলবার ২৯ আগষ্ট রাত ৮ ঘটিকার সময় এক ঝমকালো আয়োজনের এর মধ্য দিয়ে অধিকার ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠানের নিজ বাণিজ্যিক কার্যালয়ে ঢাকায় শুভ উদ্ভোদন উনুষ্ঠিত হয়। উদ্ভোধনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন করেন – মোঃ সাইফুল্লাহ আমীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন – তানজিমা রায়হান। অধিকার ফুড এন্ড বেভারেজ এর চেয়ারম্যান – হুমাইয়ূন কবির তালুকদার শুভ উদ্ভোদনের আয়োজনে তিনি বলেন, বর্তমান বাজারের সাথে তাল মিলিয়ে বাজারজাত করার লক্ষে মান সম্পন্ন প্রোডাক্ট তারা বাজারে ছাড়েছেন – ৬০টি প্রোডাক্ট নিয়ে তারা বাজারে আসছেন – বর্তমান ২৫টি প্রোডাক্ট চলমাম রয়েছে। পাশাপাশি সারা দেশ ব্যপি পরিবেশক নিয়োগ দেওয়া হবে বলে তিনি জানান। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন – অধিকার ফুড এন্ড বেভারেজ এর পরিচালক – মোঃ মিজানুর রহমান ভূইয়া। অধিকার ফুড এন্ড বেভারেজ এর ডি.এম.ডি রবিউল আলম ঝন্টু। অধিকার ফুড এন্ড বেভারেজ এর ব্যবস্থাপনা পরিচালক – মোঃ মুরাদ খাঁন। বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশন এর সভাপতি – মোঃ আদিল মিয়া। তাছাড়া উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন – বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশন এর সদস্যবৃন্দ ও অধিকার ফুড এন্ড বেভারেজের কর্মকর্তাবৃন্দ।