অভয়নগরে এসিল্যান্ড এর উপজেলা অবকাঠামো উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন
নওয়াপাড়া
অভয়নগরে গতকাল সোমবার সকালে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ২২ লাখ টাকার দুইটি প্রকল্প উদ্বোধন করেন সহকারি উপজেলা কমিশনার(ভূমি) থান্দার কামরুজ্জামান। আওত্তাধীন প্রকল্পের মধ্যে রয়েছে তালতলা ঘাটে যাত্রী ছাউনি ও পায়রা ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় মহিলা কমনরুম কাম হাইজিন সেন্টার।
জানা গেছে জাইকা প্রকল্পের আওতায় ২০ লক্ষাধীক টাকা ব্যায়ে এ দুটি প্রল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব লীগের যুগ্ন আহŸায়ক অর্জুন সেন, সভায় অন্যান্যও মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, জাইকা প্রতিনিধি মো.আলমগীর হোসেন, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান প্রমুখ।