আগামী উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে মহিলা ভাইচ চেয়ারম্যান প্রার্থী পুতুলের লিফলেট বিতারন।
আগামী সংসদ নির্বাচনের পরেই অনুষ্টিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। আর এই নির্বাচন কে সামনে রেখে ইতিমধ্যে মাঠ চষে বেড়াচেছন সাবেক তালা উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান প্রার্থী মোস্তারী সুলতানা পুতুল।
গতকাল বুধবার বিকালে তিনি তালার হরিনখোলা বাজারে সাধারন জনগনের মাঝে তার বিগত দিনের উন্নয়নের চিত্র তুলে ধরে লিফলেট বিতারন করেন। এরই মধ্যে তিনি সাধারন জনগনের দেয়ারে দোয়ারে যেয়ে দোয়া চাচেছন। তবে দেখা গেছে উপজেলার প্রতিটি অনুষ্টানে অংশ নিচেছন। তাছাড়া তিনি মুসলিম সম্প্রদায়ের ওয়াজ মাহফিলে এবং হিন্দু সম্প্রদায়ের যজ্ঞানুষ্টানে এছাড়া মৃত বাড়ীতে ও ডেতে ভূল করছে না।
এ বিষয়ে সাবেক এই মহিলা ভাইচ চেয়ারম্যান এ প্রতিবেদক কে জানান বিগত ২০০৯ সালে নির্বাচন করে জনগনের বিপুল ভোটে নির্বাচিত হয়ে ছিলাম। আমি ঐ সময় সততার সহিত দাঢিত্ব পালন করেছি। তার পর শারীরিক অসিস্হতার কারনে পর পর। দুবার নির্বাচন করতে পারেনি। তাই ২০২৪ সালে নির্বাচনে অংশ নিয়ে আবার ও জনগনের ভালবাসায় সিক্ত হতে চায় এবং উপজেলা বাসির সেবা করতে চায়।