মতিউর রহমান– বিশেষ প্রতিনিধি::

পাটকেলঘাটায় অধিকাংশ কলার আড়ৎগুলোতে বিভিন্ন ফরমালিন ব্যবহার করে পাকানো হচ্ছে কলা। অধিক মুনাফা লাভের আশায় এসকল অসাধু কলা ব্যবসায়ীরা এই পন্থা ব্যবহার করে থাকে।বিভিন্ন ফরমালিন ব্যবহারের মাধ্যমে অপরিপক্ক কলা দেখতে খুব দৃষ্টিনন্দন ও রং পক্ত হয়।এতে করে ব্যবসায়ীরা সহজে কলাগুলো বিক্রয় করতে পারে।পাটকেলঘাটায় কলা চাষ একটি জনপ্রিয় ফসল হিসাবে পরিচিতি লাভ করে। স্বল্প খরজে,অধিক মুনাফা অর্জনের আশায় এ অঞ্চলের চাষীরা তাদের জমিতে কলা গাছ রোপণ করে থাকেন। গতকাল পাটকেলঘাটার কয়েকটি কলার আড়ৎতে ফরমালিন ব্যবহার করে কলা পাকানোর দৃশ্য চোখে পড়ে। অপরিপক্ক কলা গুলো দ্রুত পাকানো জন্য এ সকল অসাধু কলা ব্যবসায়ীরা বিভিন্ন ফরমালিন ব্যবহার করে। এই ফরমালিন ব্যবহার করা কলা খেলে মানবদেহে নানা রোগের সৃষ্টি হচ্ছে ও নানা রোগের প্রাদুভারের ফলে অল্প বয়সে অস্বাভাবিক মৃত্যুর দ্বারস্থ হন বলে স্থানীয় ডাক্তার গন জানান।তাই সঠিক নিয়ম মেনে স্বাভাবিক প্রক্রিয়ায় কলা পাকানো এবং অপরিপক্ক কলা না কাটা থেকে বিরত থেকে অসাধু কলা ব্যবসায়ীদের শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন পাটকেলঘাটা বাসি।

পোস্টটি শেয়ার করুনঃ