খুলনা দেবহাটায় কৃষি প্রদর্শনীর উপকরণ বিতরণ
দেবহাটা প্রতিনিধি: ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় দেবহাটায় কৃষি প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে চারটি ইউনিয়নের পাঁচটি অফ সিজন তরমুজ খামারের জন্য সরকারি ভাবে বরাদ্দকৃত প্রদর্শনীর উপকরণ সমূহ কৃষকদের মাঝে বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান। এসময় উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।