গোমস্তাপুরে জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি
মোঃ সামিরুল ইসলামঃ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
দেশ বাঁচাও মানুষ বাঁচাও” এই স্লোগানকে সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(০১ লা সেপ্টেম্বর ) বিকেলে উপজেলা জাতীয়তাবাদী দল ও পৌর শাখার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে টিএন্ডটি সংলগ্ন মাঠ রহনপুর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রহনপুর পুরাতন বাজার বেলি ব্রিজ সংলগ্ন এসে শেষ হয়।
গোমস্তাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এনায়েত করিম তৌকি আহ্বায়ক রহনপুর পৌর বিএনপি ও সদস্য জেলা বিএনপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাড মোঃ নুরুল ইসলাম সেন্টু সদস্য সচিব, গোমস্তাপুর উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মোয়াজ্জেম হোসেন সিনিয়র যুগ্ম আহবায়ক, গোমস্তাপুর উপজেলা বিএনপি, যুগ্ম আহবায়ক মতিউর রহমান, মনিরুল ইসলাম সোহরাব যুগ্ম আহবায়ক,
মো সাদিকুল ইসলাম যুগ্ম আহবায়ক রহনপুর পৌরসভা বিএনপি ও ৭ নং ওয়ার্ড মোঃ ইসমাইল হোসেন,সদস্য সচিব, রহনপুর পৌরসভা বিএনপি ও কাউন্সিলর, ৮ নং ওয়ার্ড প্রমূখসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।