গোমস্তাপুরে ব্যাংক এশিয়ার কর্মকর্তা ও এজেন্টদের সাথে মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বাস্তবায়িত বিভিন্ন ভাতার অর্থ বিতরণ সহজীকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যাংক এশিয়ার কর্মকর্তা ও এজেন্টদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(০৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে, স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপক হযরত আলীসহ এজেন্টরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বিভিন্ন দিকনির্দেশনামূল ১৩ টি এজেন্ডা নিয়ে ব্যাংক এশিয়ার এজেন্টের সাথে,আলোচনা করা হয়।