জেলা তথ্য অফিস, বাগেরহাটের আয়োজনে আগস্ট মাসব্যাপী চলচ্চিত্র প্রদর্শন
মোঃ ইকরামুল হক রাজিব
জেলা তথ্য অফিস,বাগেরহাটের ব্যবস্থাপনায় আগস্ট মাসব্যাপী চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে । এ প্রসঙ্গে বাগেরহাট তথ্য অফিসের উপপরিচালক বিশ্বজিৎ শিকদার বলেন, আগস্ট মাস, শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালির জাতীয় জীবনে নেমেছিল কালরাত। সেদিন জাতি হারিয়েছে জাতির পিতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, সপরিবারে তাঁকে হত্যা করা হয়। নির্মম এই হত্যাযজ্ঞ থেকে রেহাই পায়নি নারী-শিশুও। এমনকি বঙ্গবন্ধুর আত্মীয়-স্বজনদেরও হত্যা করা হয় খুঁজে খুঁজে। বাঙালি জাতির ইতিহাসে তো বটেই, গোটা বিশ্বে এ এক নজিরবিহীন ঘটনা।তিনি আরও বলেন,পুরো আগস্ট মাস জুড়ে জেলা তথ্য অফিস,বাগেরহাট বিভিন্ন প্রচার কর্মসূচি গ্রহণ করেছে ।কর্মসূচির মধ্যে রয়েছে আগস্ট মাসব্যাপী চলচ্চিত্র প্রদর্শন, সড়ক প্রচার, পিভিসি ডিসপ্লে বোর্ড স্থাপন,আলোচনা সভা,পোস্টার বিতরণ ,মাসব্যাপী কালোব্যাজ ধারণ ইত্যাদি ।