তারেক-খালেদার দ্বন্দ্বে বিপাকে বিএনপি – খাদ্যমন্ত্রী
জাকির হোসেন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধু হত্যার পেছনে মাস্টার মাইন্ড ছিল জিয়াউর রহমান। যে সমস্ত বিপথগামী সেনা সদস্যদের নিয়ে হত্যাকান্ড সংঘটিত করেছিলেন তারাই চট্টগ্রাম সার্কিট হাউজে তাকে হত্যা করে লাশ গুম করেছে। আজ তারেক-খালেদা মা-ছেলের দ্বন্দ্বে বিপাকে বিএনপি।
আজ মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ৭৫ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারকে হত্যার নেপথ্যে নায়ক হিসেবে কাজ করেছেন। বিপথগামী সেনা সদস্যদের তিনি মন্ত্রী বানিয়েছেন। তার বিচার এ বাংলার মাটিতেই হয়েছে। বিপথগামী সেনা সদস্যরাই তার মৃত্যুর কারণ হয়েছে।
মন্ত্রী আরও বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম বলছিলেন ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার কথায় দেশ চলবে। কিন্তু ১০ ডিসেম্বর পার হয়ে গেছে আজ ১৫ আগস্ট চললেও শেখ হাসিনা দেশ পরিচালনা করছে। তাদের কথা মানুষ আর বিশ্বাস করে না। বিএনপির নেতারা এখন আর আন্দোলনের রুপরেখা তৈরি করতে পারছে না। তারা দিশেহারা হয়ে পড়েছে। বিদেশি শক্তি তাদের যড়যন্ত্র বুঝে যাওয়ায় বিএনপি নেতারা সুর পরিবর্তন করে ভুলভাল বকছে।
সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, বঙ্গবন্ধু দেশকে সোনার বাংলায় পরিনত করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে থেকে সোনার বাংলা করার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন দেশ পরিচালনা করে যাবেন।
শোক দিবসের আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইশ্বর চন্দ্র বর্মন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন প্রমূখ।
শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালন করে।