তালায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন
আপডেটঃ সেপ্টেম্বর ৮, ২০২৩ | ৬:৪০
92 ভিউ
জ্যৈষ্ঠ প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। শুক্রবার(৮সেপ্টেম্বর)দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে বন্যাঢ্য র্যালি বের হয়ে তালা উপশহর প্রদিক্ষণ করে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ম্যাধমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহমেদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, সাসের আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার বিএম হাবিবুর রহমান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।